যান চলাচল বন্ধে দুশ্চিন্তায় পটুয়াখালীর তরমুজ চাষীরা - Jashore24.com

শিরোনাম

যান চলাচল বন্ধে দুশ্চিন্তায় পটুয়াখালীর তরমুজ চাষীরা

যান চলাচল বন্ধে দুশ্চিন্তায় পটুয়াখালীর তরমুজ চাষীরা
যান চলাচল বন্ধে দুশ্চিন্তায় পটুয়াখালীর তরমুজ চাষীরা

সারাদেশে যান চলাচল বন্ধ থাকায় দুশ্চিন্তায় পড়েছেন পটুয়াখালী উপকূলের তরমুজ চাষীরা। ধার নিয়ে আবাদ করা তরমুজ সময়মতো বিক্রি করতে না পারলে ব্যাপক লোকসানে পড়বেন তাঁরা। 
পটুয়াখালীর কলাপাড়া, রাঙ্গাবালী, গলাচিপা, দশমিনা ও বাউফল উপজেলার চরাঞ্চলে বিভিন্ন জাতের তরমুজের আবাদ হয়েছে। ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় রয়েছে এসব তরমুজের চাহিদা। কম খরচে বেশি লাভ হওয়ায় পটুয়াখালীতে অনেকদিন থেকেই জনপ্রিয় হয়ে উঠছে তরমুজ চাষ। বাড়তি দামের আশায় অনেক কৃষকই আগাম জাতের তরমুজ চাষ করে থাকেন। এখন বিভিন্ন ক্ষেতে পাকতে শুরু করেছে তরমুজ। কিন্তু করোনা ভাইরাসের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় তরমুজের বিক্রি নিয়ে চিন্তায় রয়েছেন কৃষকরা। 
জেলার কয়েকটি এলাকায় এখন তরমুজ বিক্রি শুরু হয়েছে। তবে, সারাদেশে বাস, ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় দূরবর্তী স্থানে তরমুজ বাজরজাত করতে পারছেন না বলে জানান কৃষকরা। এ অবস্থায় ব্যাপক ক্ষতির আশংকা করছেন তাঁরা। 
তবে, কৃষকরা যাতে লোকসানে না পরেন, সেজন্য সব ধরনের সহযোগিতা ও তাদের পাশে থাকার আশ্বাস জেলা কৃষি বিভাগের। 
জেলায় ১৪ হাজার ৮শ’ ২২ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে।

No comments

close