সড়ক দুর্ঘটনার শিকার সৌমের চিকিৎসার্থে সাহায্যের আবেদন। - Jashore24.com

শিরোনাম

সড়ক দুর্ঘটনার শিকার সৌমের চিকিৎসার্থে সাহায্যের আবেদন।

নিজেস্ব প্রতিবেদন:

জেলা যশোর, উপজেলা সদর, গ্রাম বিরামপুরের বাসিন্দা সৌম অধিকারী । বয়স (১৩) বছর। পিতা মৃত খোকন অধিকারী । শীলারায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্র। পিইসি পরীক্ষায় এ- প্রাপ্ত। সোম পরিবারের সবচেয়ে ছোট। সড়ক দুর্ঘটনার শিকার হয়ে চিকিৎসা খরচ চালাতে পরিবারের সামর্থ্য নেই ।

সড়ক দুর্ঘটনার শিকার সৌমের চিকিৎসার্থে সাহায্যের আবেদন।
সড়ক দুর্ঘটনার শিকার সৌমের চিকিৎসার্থে সাহায্যের আবেদন।

আর্থিক অবস্থা তেমন ভালো নয়। নেই কোনো জমানো অর্থ-সম্পদ। কিন্তু গত ১৯/০৩/২০২০ইং সোম এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় সবকিছু ভেঙ্গে চুরমার হয়ে গেছে। দুর্ঘটনায় মুখে ফ্লাসার ও শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়ে প্রচুর রক্তক্ষরণ হলে সাথে সাথেই যশোর সদর হাসপাতালে নিলে সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেন। ঢাকা মেডিকেল হাসপাতালের ডাক্তারগণ সৌমের জরুরিভাবে মুখের সার্জারি অপারেশন করার পরামর্শ দেন। 


চিকিৎসা বিলম্ব হলে বা অবহেলার কারণে হয়তো শরীরের যেকোনো ইনফেকশন হতে পারে। চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এত টাকা যোগাড় করার মতো সামর্থ বা দানশীল আত্মীয়-স্বজন তাদের নেই। গ্রামবাসীর পক্ষ থেকে যে পরিমাণ অর্থ সাহায্য পাওয়া গেছে তাতে সৌমের সম্পূর্ণ চিকিৎসা সম্ভব হচ্ছে না । চিকিৎসার জন্য আরো অধিক পরিমাণ অর্থের প্রয়োজন যা গ্রামবাসী বা তার পরিবারের পক্ষ থেকে একত্রিত করা সম্ভব নয়, যার কারণে আপনাদের সকলের কাছে বিনীত ভাবে অনুরোধ করতেছি । ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সৌমের চিকিৎসার জন্য আমাদের সমাজের অনেক দান বীর এবং দাতা সংস্থা আছে । আমরা বিশেষভাবে তাদেরকে অনুরোধ করতেছি।  যে আপনাদের একটু সহযোগিতায় বেঁচে যেতে পারে সৌমের জীবন। 

যোগাযোগ বা সাহায্য পাঠানোর জন্য : সজিব বিশ্বাস, সঞ্চয়ী হিসাব নং- ১৬৩ ১৫১ ০১২৬৭২৯ (ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড)।
বিকাশ,নগদ মোবাইল নং- ০১৭৯১০২৮৭৮৬ 
এবং রকেট ০১৭৯১০২৮৭৮৬১। 


রিপোর্ট : মোঃ রাসেল হোসেন

No comments

close