সড়ক দুর্ঘটনার শিকার সৌমের চিকিৎসার্থে সাহায্যের আবেদন।
নিজেস্ব প্রতিবেদন:
জেলা যশোর, উপজেলা সদর, গ্রাম বিরামপুরের বাসিন্দা সৌম অধিকারী । বয়স (১৩) বছর। পিতা মৃত খোকন অধিকারী । শীলারায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্র। পিইসি পরীক্ষায় এ- প্রাপ্ত। সোম পরিবারের সবচেয়ে ছোট। সড়ক দুর্ঘটনার শিকার হয়ে চিকিৎসা খরচ চালাতে পরিবারের সামর্থ্য নেই ।
সড়ক দুর্ঘটনার শিকার সৌমের চিকিৎসার্থে সাহায্যের আবেদন। |
চিকিৎসা বিলম্ব হলে বা অবহেলার কারণে হয়তো শরীরের যেকোনো ইনফেকশন হতে পারে। চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এত টাকা যোগাড় করার মতো সামর্থ বা দানশীল আত্মীয়-স্বজন তাদের নেই। গ্রামবাসীর পক্ষ থেকে যে পরিমাণ অর্থ সাহায্য পাওয়া গেছে তাতে সৌমের সম্পূর্ণ চিকিৎসা সম্ভব হচ্ছে না । চিকিৎসার জন্য আরো অধিক পরিমাণ অর্থের প্রয়োজন যা গ্রামবাসী বা তার পরিবারের পক্ষ থেকে একত্রিত করা সম্ভব নয়, যার কারণে আপনাদের সকলের কাছে বিনীত ভাবে অনুরোধ করতেছি । ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সৌমের চিকিৎসার জন্য আমাদের সমাজের অনেক দান বীর এবং দাতা সংস্থা আছে । আমরা বিশেষভাবে তাদেরকে অনুরোধ করতেছি। যে আপনাদের একটু সহযোগিতায় বেঁচে যেতে পারে সৌমের জীবন।
যোগাযোগ বা সাহায্য পাঠানোর জন্য : সজিব বিশ্বাস, সঞ্চয়ী হিসাব নং- ১৬৩ ১৫১ ০১২৬৭২৯ (ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড)।
বিকাশ,নগদ মোবাইল নং- ০১৭৯১০২৮৭৮৬
এবং রকেট ০১৭৯১০২৮৭৮৬১।
রিপোর্ট : মোঃ রাসেল হোসেন
No comments