করোনা চিকিৎসার জন্য খুলনা ডায়াবেটিক হাসপাতাল নির্ধারণ
করোনা চিকিৎসার জন্য খুলনা ডায়াবেটিক হাসপাতাল নির্ধারণ |
খুলনা নগরীর নূরনগর এলাকার খুলনা ডায়াবেটিক হাসপাতালকে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের বিশেষায়িত চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়েছে। একই সাথে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহভাজনদের কোয়ারেন্টাইনের জন্য দুটি হোটেল নির্ধারণ করা হয়েছে।
আজ (শনিবার) তথ্য অধিদফতরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
'করোনা ভাইরাস প্রতিরোধে রোগ অনুযায়ী খুলনা জেলার হাসপাতালের দ্বায়িত্ব বন্টন' শিরোনামে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ সকল হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম চলবে। তবে এখানে 'সতন্ত্র ফ্লু কর্ণার' থাকবে। এখান থেকে প্রাথমিকভাবে করোনা আক্রান্ত সন্দেহভাজনদের তথ্য সংগ্রহ ও চিকিৎসা সেবা দেওয়া হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী কারো মধ্যে করোনার লক্ষণ স্পষ্টভাবে দেখা দিলে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য হোটেল এ্যাম্বাসেডর ও হোটেল ডিএস প্যালেস পাঠানো হবে।
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কেন্দ্রে (নির্ধারিত ২টি হোটেল) চিকিৎসাপ্রাপ্তদের প্রয়োজন অনুযায়ী করোনা ভাইরাস টেস্ট করা হবে। কারো মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হলে তাকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনের (চিকিৎসা) জন্য খুলনা ডায়াবেটিক হাসপাতালে নেয়া হবে। এই হাসপাতালটি করোনা চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল হিসেবে নির্ধারণ করা হয়েছে।
No comments