সারাদেশ লকডাউনের পরামর্শ দেয়নি স্বাস্থ্য সংস্থা: তথ্যমন্ত্রী
সারাদেশ লকডাউনের পরামর্শ দেয়নি স্বাস্থ্য সংস্থা: তথ্যমন্ত্রী |
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চট্টগ্রাম সিটি নির্বাচনসহ কয়েকটি উপ-নির্বাচন স্থগিত করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ (রোববার) সকালে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান তিনি।
মন্ত্রী বলেন, এটা একটা সময়োপযোগী সিদ্ধান্ত ছিল। করোনা নিয়ে জনগণের মধ্যে আতঙ্কের কারণে ঢাকা-১০ আসনে এত কম ভোট পড়েছে। তবে ইভিএম পদ্ধতিতে একজনের ভোট আরেকজন দিতে পারে না, সেটারও প্রমাণ হলো।
তিনি আরও বলেন, 'এখন রাজনীতি নিয়ে বিদ্ধেষপূর্ণ কথা বলার সময় না, এখন সময় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার। এই মহাদুর্যোগ থেকে দেশকে, দেশের মানুষকে রক্ষা করতে হবে।'
করোনা নিয়ে সচেতনতামূলক সেল গঠন করছে তথ্য মন্ত্রণালয় জানিয়ে মন্ত্রী বলেন, 'প্রয়োজন অনুযায়ী সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে, লক ডাউন করার প্রয়োজন হলে সেটাও সরকার ভাববে। তবে এ মুহুর্তে পুরো দেশ লক ডাউন করার পরামর্শ দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।'
No comments