পহেলা বৈশাখে অনুষ্ঠান না করার অনুরোধ প্রধানমন্ত্রীর - Jashore24.com

শিরোনাম

পহেলা বৈশাখে অনুষ্ঠান না করার অনুরোধ প্রধানমন্ত্রীর

পহেলা বৈশাখে অনুষ্ঠান না করার অনুরোধ প্রধানমন্ত্রীর
পহেলা বৈশাখে অনুষ্ঠান না করার অনুরোধ প্রধানমন্ত্রীর 

করোনা ভাইরাস প্রতিরোধে পহেলা বৈশাখে নববর্ষের অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (মঙ্গলবার) সকালে গণভবন থেকে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় চলমান সরকারি ছুটি সীমিত আকারে বড়ানো হবে বলেও ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী। 


শেখ হাসিনা বলেন, মানুষের কল্যাণেই এই অনুষ্ঠান (নববর্ষ) না করার অনুরোধ আপনাদের কাছে। তবে এখন ডিজিটাল যুগে অনলাইনে গান-বাজনা করতে পারবেন। তবে কোনো জনসমাগম করা যাবে না। 

প্রধানমন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রথম কর্তব্য। করোনা ভাইরাস রোধে তিনি সমস্ত নির্দেশনা মেনে চলতে জনগণকে অনুরোধ করেন। তিনি বলেন, নিজের সুরক্ষা নিজেকেই নিতে হবে। সচেতন হন, নিজের ও পরিবারের জীবন ঝুঁকিতে ফেলবেন না। যার স্থান থেকে সরকারকে সহযোগীতার আহ্বান জানান তিনি। করোনা ভাইরাস সংক্রমন রোধে ছুটি সীমিত আকারে বাড়ানো হবে বলে ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি বিবেচনায় আমাদের ছুটি একটু বাড়াতে হবে।

No comments

close