যশোরে হোম কোয়ারেন্টাইনে ১৩৫৬ জন - Jashore24.com

শিরোনাম

যশোরে হোম কোয়ারেন্টাইনে ১৩৫৬ জন

যশোরে হোম কোয়ারেন্টাইনে ১৩৫৬ জন
যশোরে হোম কোয়ারেন্টাইনে ১৩৫৬ জন 

করোনাভাইরাস বিস্তাররোধে গৃহিত কর্মসূচির আওতায় যশোরে ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে নতুন করে গেছেন ২৪৮ ব্যক্তি। ফলে যশোর জেলায় মোট কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ১৩৫৬-এ।

যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. প্রতিভা ঘরাই জানান, গত ১০ মার্চ থেকে মঙ্গলবার ২৪ মার্চ পর্যন্ত যশোর জেলায় মোট ১ হাজার ৩৫৬ জন জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এর মধ্যে অভয়নগরে ৫১ জন, বাঘারপাড়ায় ১৮, চৌগাছায় ৩২, যশোর সদরে ৮২০, ঝিকরগাছায় ১২০, কেশবপুরে ৩২, মণিরামপুরে ৬১ এবং শার্শায় ২২২জন রয়েছেন।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন সাংবাদিকদের জানিয়েছেন, জেলায় এখনো পর্যন্ত কোনো করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হননি। কেউ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনেও নেই।

সিভিল সার্জন বলেন, 'যাদের তত্ত্বাবধানে রেখেছি তাদের প্রত্যেকের কাছে আমাদের ফোন নাম্বার আছে। তাদের ফোন নাম্বারও আমাদের কাছে আছে। স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন সকাল-বিকেল তাদের খোঁজ নিচ্ছেন। হোম কোয়ারেন্টাইনে কী নিয়ম পালন করতে হবে, তাদের সেগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।'

নিউজ ক্রেডিট: onenewsbd

No comments

close