যশোরে চার হাজার কেজি সরকারি চাল জব্দ, আটক ২ - Jashore24.com

শিরোনাম

যশোরে চার হাজার কেজি সরকারি চাল জব্দ, আটক ২

যশোরে চার হাজার কেজি সরকারি চাল জব্দ, আটক ২
যশোর শহরতলীর শানতলা এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে খাদ্য অধিদপ্তরের ৪ হাজার কেজি চালসহ ২ জনকে আটক করে


যশোরে কালোবাজারে বিক্রি করা খাদ্য অধিদপ্তরের চার মেট্রিক টন (চার হাজার কেজি) চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার শানতলা এলাকার একটি গুদাম থেকে ওই চাল জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের ফজর আলী মোল্লার ছেলে রাকিব হাসান শাওন ও শহরতলীর ঝুমঝুমপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে হাসিবুল হাসান। শাওনের বিরুদ্ধে মৎস্য অধিদপ্তরের ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আছে। এ অভিযোগ তদন্ত করছে দুদক।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মারুফ আহম্মেদ জানান, মঙ্গলবার বিকেলে গোপনে সংবাদের ভিত্তিতে যশোর-ঝিনাইদহ সড়কের সদর উপজেলার শানতলা এলাকার একটি গুদামে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। সেখান থেকে পঞ্চাশ কেজির ৮০ বস্তা (চার হাজার কেজি) খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত চাল জব্দ করা হয়েছে। সরকারি এই চাল ত্রাণ হিসেবে বিতরণের জন্য প্যাকেজ করছিল। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের তথ্যের ভিত্তিতে আরো অভিযান চালানো হবে।

No comments

close