যশোরে আরও ১৪ নমুনা সংগ্রহ : ২৮টি পরীক্ষায় করোনা সনাক্ত মেলেনি
যশোরে আরও ১৪ নমুনা সংগ্রহ : ২৮টি পরীক্ষায় করোনা সনাক্ত মেলেনি |
যশোরে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ সন্দেহে গতকাল আরও ১৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। অপরদিকে পরীক্ষার জন্য সংগ্রহকৃত নমুনার মধ্যে ২৮টি গতকাল সিভিল সার্জনের হাতে পেয়েছেন। সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, গতকাল খুলনা মেডিকেল কলেজ থেকে নমুনা পরীক্ষার ২৮টি রিপোর্ট পেয়েছে। এ নিয়ে মোট ৯১টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এর ভেতর মনিরামপুরে একজন স্বাস্থ্যকর্মী ছাড়া সবই করোনামুক্ত বলে প্রমাণিত হয়েছে।
অপরদিকে, গতকাল একদিনে ১৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। সব মিলে মোট ১শ' ৮৩টি নমুনা সংগ্রহ করা হয়। গতকাল সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে ছিলেন ৯৬ জন। হাসপাতাল আইসোলেশনে ২ জন। এ পর্যন্ত মোট কোয়ারেন্টিনে অবস্থান কেরছেন ৩ হাজার ৪শ' ৪৫ জন। তাদের ভেতর ২ হাজার ৬শ' ৬৮ জনকে করোনামুক্ত বলে ছাড়পত্র দেয়া হয়েছে। এদিকে, যশোর সার্কিট হাউজে গতকাল করোনা ভাইরাস প্রতিরোধে গঠিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় করোনা চিকিৎসায় র্নিধারিত সরকারি হাসপাতাল ও বেসরকারি হাসপাতাল পরিচালনায় উপ-কমিটি গঠন করা হয়েছে। সভায় জেলা কমিটির সভাপতি মোহাম্মদ শফিউল আরিফ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন-সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, পুলিশ সুপার মো. আশরাফ হোসেন, লে. কর্নেল নেয়ামুল হালিম খান, যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় ও যশোর প্রেসকাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
সূএ: লোকসমাজ
No comments