সিনিয়র সাংবাদিক রওশন উজ জামান (৭১) আর নেই। - Jashore24.com

শিরোনাম

সিনিয়র সাংবাদিক রওশন উজ জামান (৭১) আর নেই।


সিনিয়র সাংবাদিক রওশন উজ জামান (৭১) আর নেই।
সিনিয়র সাংবাদিক রওশন উজ জামান (৭১) আর নেই।

আজ
 (বুধবারসন্ধ্যা পৌনে ছয়টার দিকে উত্তরায়  নম্বর সেক্টরের নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি অনেকদিন ধরে ফুসফুস জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রীএক ছেলে  তিন মেয়ে রেখে যান।
রওশন জামান সর্বশেষ নিউ এইজ পত্রিকায় কর্মরত ছিলেন। তার আগে দীর্ঘ কর্মজীবনে ইউএনবিফিনান্সিয়াল এক্সপ্রেসবাসসএএফপিতে কাজ করেছেন।

No comments

close