করোনায় একদিনে মৃত্যু প্রায় ৫০০০ - Jashore24.com

শিরোনাম

করোনায় একদিনে মৃত্যু প্রায় ৫০০০


করোনা ভাইরাসে বিশ্বে একদিনে সর্বোচ্চ ৪ হাজার সাড়ে আটশ'র বেশি মৃত্যু হয়েছে। যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রের মারা গেছে এক হাজারের বেশি মানুষ। বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৭ হাজার। দুইশ' তিনটি দেশ ও অঞ্চলে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৯ লাখ ৩৫ হাজার। যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৫ হাজার। শুধু নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা চীনকেও ছাড়িয়ে গেছে। স্পেনে ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ৯শ ২৩জনের প্রাণহানি হয়েছে। মৃত্যুর হার বাড়লেও আশার খবর আক্রান্তের সংখ্যা আগের চেয়ে কমেছে দেশটিতে। এছাড়া ইতালিতে একদিনে ৭২৭, ফ্রান্সে ৫০৯, যুক্তরাজ্যে ৫৬৩, জার্মানিতে ১৫৬, ইরানে ১৩৮, নেদারল্যান্ডে ১৩৪, বেলজিয়ামে ১৩জনের মৃত্যু হয়েছে ভাইরাসে। বিশ্বে করোনা ভাইরাসে এই প্রাণহানিতে গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বজুড়ে করোনা মহামারিতে এক বছরের জন্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন স্থগিত করা হয়েছে।

No comments

close