যশোরে একদিনে ৩৭জন কোয়ারেন্টাইনে
যশোরে একদিনে ৩৭জন কোয়ারেন্টাইনে |
যশোরে একদিনে ৩৭ রোগীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানে হয়েছে। এদের মধ্যে ৩০ জন সদরের। বাকিরা হলো, অভায়নগরের এক জন, চৌগাছার এক জন ও যশোর মেডিকেল কলেজ হাসপাতাল কোয়ারেন্টাইনে পাঁচ জন। ছাড়পত্র দেয়া হয়েছে ৫৭ জনকে।
১০ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ২৫শ'২৫ জনকে কোয়ারেন্টাইনে পাঠানে হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন।
সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন জানান, অন্য দিনের তুলনায় কোয়ারেন্টাইন পাঠানোর সংখ্যা যশোরে বেশি। এখনো যশোরে করোনা আক্রান্ত ধরা পড়েনি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় যশোর স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে।
সূএ: ওয়ান নিউজ বিডি
আরো পড়ুন
No comments