করোনা প্রতিরোধে দেশের ৩৪জেলায় লকডাউন - Jashore24.com

শিরোনাম

করোনা প্রতিরোধে দেশের ৩৪জেলায় লকডাউন

করোনা প্রতিরোধে দেশের ৩৪জেলায় লকডাউন
করোনা প্রতিরোধে দেশের ৩৪জেলায় লকডাউন 

দেশের সব বিভাগে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় আরো নতুন এলাকা লকডাউন করেছে প্রশাসন। রোগী সনাক্ত হওয়ায় নতুন করে চারটি জেলাকে লকডাউন করেছে প্রশাসন। এগুলো হল-বরিশাল, লক্ষ্মীপুর, মুন্সীগঞ্জ ও সুনামগঞ্জ। এনিয়ে ৩৪ জেলা লকডাউন করা হলো।

এসব জেলায় কাউকে প্রবেশ ও বের হতে দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সচেতনা তৈরি ও মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে কঠোর অবস্থানে স্থানীয় প্রশাসন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি টহল জোরদার করেছে সেনাবাহিনী। তবে, পণ্যবাহী পরিবহন ও জরুরী সেবা এই নির্দেশনার বাইরে থাকবে।

এদিকে, দেশে গত একদিনে (১২ এপ্রিল) আরো ১৩৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে সারাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬২১ জনে। এছাড়া আক্রান্তদের মধ্যে আরো চারজন মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে।

No comments

close