যশোর পৌর এলাকার কোনো অসহায় মানুষ খাদ্য সংকটে পড়বে না : পৌর মেয়র রেন্টু
![]() |
যশোর পৌর এলাকার কোনো অসহায় মানুষ খাদ্য সংকটে পড়বে না : পৌর মেয়র রেন্টু |
যশোর পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেছেন করোনা ভাইরাসে পরিস্থিতিতে পৌর এলাকার কোনো গরিব অসহায় মানুষ খাদ্য সংকটে পড়বে না। এ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ সহায়তা দেয়া হবে। ত্রান সহায়তার লক্ষে ৬ নম্বর ওয়ার্ডে ১ হাজার ১৫০ পরিবার পাবে খাদ্য সহায়তা। তবে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন ও নিরাপদে থাকার জন্য পৌর বাসিকে আহবান জানান।
শনিবার প্রিপারেটরী স্কুলে অনুষ্ঠিত পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে বিশেষ ত্রাণ কার্ডের তালিকা তৈরির লক্ষে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক কামরুল আরিফ, মুক্তিযোদ্ধা আলি হোসেন মনি, আব্দুল খালেক,দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু, শহর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমাম হাসান লাল, সিটি ক্যাবলের চেয়ারম্যান মীর মোশারেফ হোসেন বাবু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান, পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী (পানি) কামাল আহমেদ, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আজহার হোসেন স্বপন,এান সম্পাদক তৌফিকুল ইসলাম শাপলা, কাউন্সিলর আলমগীর কবীর সুমন,শহর যুবলীগের সাবেক নেতা দেলোয়ার হোসেন টিটো, সাবেক ছাত্রলীগ নেতা অরিসুল আলম মাসুদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মেয়র আরো বলেন, বিশেষ কার্ডে ত্রাণ সহায়তা দেয়ার পাশাপাশি আরো রেশন কার্ডের ব্যবস্থা করা হবে। যাতে করে কোনো মানুষ যেন না খেয়ে থাকে।
সূএ: ডেলি স্পন্দন
No comments