দক্ষিণ কোরিয়ায় ভবনে আগুন, ৩৮ জনের মৃত্যু - Jashore24.com

শিরোনাম

দক্ষিণ কোরিয়ায় ভবনে আগুন, ৩৮ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় ভবনে আগুন, ৩৮ জনের মৃত্যু
দক্ষিণ কোরিয়ায় ভবনে আগুন, ৩৮ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন ভবনে আগুনে পুড়ে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই নির্মাণ শ্রমিক। এপর্যন্ত দগ্ধ অবস্থায় ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর বিবিসি।

ইচিয়ন শহরে একটি ওয়ারহাউসের বেজমেন্টে দাহ্য পদার্থ বিস্ফোরিত হয়ে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আসলেও ভেতরে আরো মানুষ আটকা পড়েছে বলে ধারণা করছে পুলিশ।

এদিকে, দেশটির গণমাধ্যম বলছে, অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে ৭৮ জন শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যে অনেকের সন্ধান মেলেনি।

জরুরি পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী চাং সিয়ে-কিয়ুন।

No comments

close