যুক্তরাষ্ট্রে আরও ১৯৪০ জনের মৃত্যু - Jashore24.com

শিরোনাম

যুক্তরাষ্ট্রে আরও ১৯৪০ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে আরও ১৯৪০ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে আরও ১৯৪০ জনের মৃত্যু 

নভেল করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে গত একদিনে (০৮ এপ্রিল) ১ হাজার ৯'শ ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ছাড়ালো। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৪ হাজার ৯'শ ২৭ জন এবং সুস্থ হয়েছে ২২ হাজার ৮'শ ৯১ জন। তবে করোনায় আক্রান্ত ৯ হাজার ২'শ ৭৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, বুধবার ( ৮ এপ্রিল) নিউইয়র্কে নতুন করে ৭'শ ৭৯ জনের মৃত্যু হয়েছে। ফলে ওই অঙ্গরাজ্যে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৬ হাজার ২'শ ৬৮ জন। সেখানে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫১ হাজার ১'শ ৭১ জন। এছাড়া নিউজার্সিতে মৃতের সংখ্যা ১ হাজার ৫'শ ৪ জন। যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

এখন পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বের এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ১৮ হাজার ৭'শ ১৯ জন। বিশ্বের ৮৮ হাজার ৫'শ ২ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। অপরদিকে, করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৩০ হাজার ৫'শ ৮৯ জন।

No comments

close