প্রথম দিনে যবিপ্রবিতে করোনাভাইরাসের ১৩টি নমুনা পরীক্ষা - Jashore24.com

শিরোনাম

প্রথম দিনে যবিপ্রবিতে করোনাভাইরাসের ১৩টি নমুনা পরীক্ষা

প্রথম দিনে যবিপ্রবিতে করোনাভাইরাসের ১৩টি নমুনা পরীক্ষা
প্রথম দিনে যবিপ্রবিতে করোনাভাইরাসের ১৩টি নমুনা পরীক্ষা 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে করোনা ভাইরাসের পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে। জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ বলেন, যশোর সিভিল সার্জন অফিস থেকে ১৩টি নমুনা পাঠানো হয়েছিল। সে গুলোর পরীক্ষা করা হয়েছে। আজই আমরা রিপোর্ট দেব যশোরের সিভিল সার্জনের কাছে। তিনি এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগকে জানাবেন। 

তিনি আরও বলেন, আমরা নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় (বিএসএল-২) সতর্কতা অবলম্বন করছি। এখানে করোনা সন্দেহভাজন কোনো রোগীও আসবে না। ফলে বিশ্ববিদ্যালয় বা এর আশপাশের বাসিন্দাদের কোনো স্বাস্থ্যঝুঁকি নেই। 

যবিপ্রবি'র জিনোম সেন্টারে ২০১৯ সালে সংগ্রহ করা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির পিসিআর মেশিন রয়েছে। একসাথে এখানে ৯৬ জনের পরীক্ষা করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চারজন শিক্ষক করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করছেন। তারা ছাড়াও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দু'জন শিক্ষক এই ল্যাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন। তাদেরও প্রশিক্ষিত করে ল্যাবে যুক্ত করা হবে। ল্যাবটি ২৪ ঘণ্টা চালু রাখারও সক্ষমতা রয়েছে

No comments

close