যশোরে জোড়া লাগা শিশুর জন্ম
চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের তসবিসপুর গ্রামের উজ্জ্বল হোসেন জানান, শনিবার সন্ধ্যায় তার স্ত্রী খুরশিদা বেগমের (৩৪) প্রসব যন্ত্রনা শুরু হলে বেসরকারি ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিজারিয়ান অস্ত্রোপচার করেন চিকিৎসক। যমজ শিশুর বুক একসাথে লেগে রয়েছে। তাছাড়া সব কিছু আলাদা। বর্তমানে যমজ শিশু ও তার মা সুস্থ আছে। উজ্জল হোসেন জানান, রোববার হাসপাতাল থেকে জোড়া লাগা দুই কন্যাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকে প্রতিবেশীরা দেখার জন্য ভিড় করছে।
উৎস: ডেলি স্পন্দন
No comments