মনিরামপুরের গোপালপুর বাজার মিলন মেলায় পরিণত, মানছে না দূরত্ব - Jashore24.com

শিরোনাম

মনিরামপুরের গোপালপুর বাজার মিলন মেলায় পরিণত, মানছে না দূরত্ব

মনিরামপুরের গোপালপুর বাজার মিলন মেলায় পরিণত, মানছে না দূরত্ব
মনিরামপুরের গোপালপুর বাজার মিলন মেলায় পরিণত, মানছে না দূরত্ব (ছবি: সংগ্হিত)

করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটি থাকলেও মনিরামপুর গোপালপুর নিত্যপণ্যোর বাজারের চিত্র ভিন্ন রকম। বাজারে সদয় করতে এসে নিরাপদ সামাজিক দূরত্ব তোয়াক্কা করছেন না কেউই। বাজারে লোকজন একে অপরের পাশে গা ঘেষে দাঁড়িয়ে ও ঠেলাঠেলি করে পণ্য সামগ্রী ক্রয়  করছেন । বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮ টার দিকে গোপালপুর বাজারে এমন চিএ দেখা যায় সবএই।

জানা যায়, করোনা সংক্রামণ ঠেকাতে মানুষের সামাজিক দূরত্ব ৩ ফুট বজায় রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় । কিন্তু গোপালপুর  বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও হাট বাজারের কয়েকজন ক্রেতা-বিক্রেতার সঙ্গে আলাপ  করলে তারা জানান- তারা সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে জানেন। নির্দিষ্ট  স্থানও করা হয়েছে। কিন্তু বিক্রি ও কেনাকাটা করতে এসে ঠিক মত সে দূরত্ব রক্ষা করতে পারছেন না । আবার বিক্রেতারা দূরত্ব বজায় রাখার কথা বললেও ক্রেতা সমাগম বেশি থাকায় একে অপরের সঙ্গে দূরত্ব মানছেন না। ইতোমধ্যে মনিরামপুরে একজন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। ওই স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে আসা সকলের বাড়ী লকডাউন করা হয়েছে।

No comments

close