দেশে সরকারি-বেসরকারি হাসপাতালে আইসিইউ আছে মাত্র ১২শ' - Jashore24.com

শিরোনাম

দেশে সরকারি-বেসরকারি হাসপাতালে আইসিইউ আছে মাত্র ১২শ'


করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় ১৪ শতাংশের আইসিইউ বা ভেন্টিলেটর প্রয়োজন হয়। বাংলাদেশে ব্যাপকহারে সংক্রমণ শুরু হলে চাহিদা অনুযায়ী রোগীদের এই সেবা দেয়ার মতো যথেষ্ট আইসিইউ নেই। 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে সরকারি বেসকারি হাসপাতালে ১২শ' আইসিইউ আছে। পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে আরো ২শ' ভেন্টিলেটর আনার উদ্যোগ নিয়েছে সরকার। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার, প্রতিবেদন অনুযায়ী, করোনা ভাইরাসে আক্রান্তদের ৮০ শতাংশ মানুষ সুস্থ হয়ে ওঠেন। তবে, ১৩ দশমিক৮ শতাংশ মানুষ শ্বাসকষ্টজনিত সমস্যায় মারাত্মকভাবে ভোগেন। আর ৬.১ শতাংশ মানুষ শ্বাস তন্ত্র অকার্যকর হয়ে মারা যান। 

চিকিৎসকরা বলছেন, মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য জীবানুরমত এই ভাইরাসকেও প্রতিহত করতে সময় নেয়। এরই মধ্যে দেখা দেয় শ্বাসকষ্টসহ নানা ধরণের সমস্যা। তাই, ভাইরাসটিকে প্রতিহত করা পর্যন্ত মানুষকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন আইসিইউ। 

ভাইরাসটি যদি দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়ে তখন জটিল রোগীদের সেবা দেয়ার মত পর্যাপ্ত সংখ্যক আইসিইউ নেই। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী দেশের ২ হাজার ২৫৮টি সরকারী হাসপাতালে বর্তমানে আইসিইউর সংখ্যা মাত্র ৫০০টি। আর সাড়ে ৯ হাজার বেসরকারী হাসপাতালে আছে ৭০০ আইসিইউ। 

স্বাস্থ্য বিভাগ বলছে, জরুরি পরিস্থিতি মোকাবেলায় একসপ্তাহের মধ্যে দেশের সরকারী হাসপাতালগুলোতে আরো ১০০টি আইসিইউ বাসানো হবে। 

বিদেশ থেকে আমদানী করে মোবাইল ভ্যান্টিলেশন সুবিধা ঢাকার বাইরে জেলা উপজেলা পর্যায়ে পৌঁছে দেয়ার পরিকল্পনা, আছে বলে জানিয়েছে, স্বাস্থ্য বিভাগ।

No comments

close