বৃহস্পতিবার থেকে বড় বাজার ঈদগাহে স্থানান্তর
![]() |
বৃহস্পতিবার থেকে বড় বাজার ঈদগাহে স্থানান্তর |
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যশোর জেলাকে লকডাউন করা হয়েছে। শহরের বড় বাজার ও মাছ বাজার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০এপ্রিল) থেকে অস্থায়ীভাবে ঈদগাহ ময়দান ও টাউন হল ময়দানে বসবে এ বাজার। মঙ্গলবার সার্কিট হাউসে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু তার ফেসবুক আইডিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, করোনাভাইরাসের বিশেষ পরিস্থিতির কারণে যশোরের বড় বাজার অস্থায়ীভাবে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে কাঁচাবাজার বসবে ঈদগাহ ময়দানে। আর মাছ বাজার বসবে টাউন হল মাঠে । যশোরের জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে সিদ্ধান্ত গ্রহণ সভায় উপস্থিত ছিলেন-যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ (কেশবপুর ) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহীন চাকলাদার, যশোরের পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন প্রমুখ।
সূএ: প্রতিদিনের কথা
No comments