ঝিকরগাছায় ত্রাণ ছিনতাইয়ে ব্যর্থ হয় ইউপি মেম্বরকে হাতুড়িপেটা - Jashore24.com

শিরোনাম

ঝিকরগাছায় ত্রাণ ছিনতাইয়ে ব্যর্থ হয় ইউপি মেম্বরকে হাতুড়িপেটা

ত্রাণ ছিনতাইয়ে ব্যর্থ হয় ইউপি মেম্বরকে হাতুড়িপেটা


যশোরের ঝিকরগাছায় গরিবদের মধ্যে বিতরণের জন্য সরকারের পক্ষ থেকে দেয়া ত্রাণ ছিনতাইয়ের চেষ্টা করেছে একদল তরুণ। বিভিন্ন সময় অপরাধমূলক কাজে যুক্ত হওয়ার অভিযোগে অভিযুক্ত এই তরুণেরা সংশ্লিষ্ট মেম্বারকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢুকে হাতুড়িপেটাও করে।

গরিব অসহায় মানুষের বাড়িতে ত্রাণ দিতে যাওয়ার সময় যশোরের ঝিকরগাছার গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার বাবলুর রহমান (৪৫) সোমবার সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন। এসময় ত্রাণ লুট করে নেয়ার চেষ্টা করে তারা। তিনি ওই ইউনিয়নের মুক্তিযোদ্ধা আব্দার রহমানের ছেলে। তাকে ২৫০ শয্যা জেনারেল হাসাপতালে ভর্তি করা হয়েছে।

আহত মেম্বার বাবলুর রহমান জানান, তিনি এইদিন সকালে ত্রাণের মাল অসহায় মানুষের বাড়িতে পৌঁছে দেয়ার জন্য ভ্যানে করে নিয়ে বের হন। ওই ইউনিয়নের জামতলায় পৌঁছালে স্থানীয় গোলাম হোসেনের নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী তার উপর হামলা করে ত্রাণের মালামাল লুটের চেষ্টা করে। এ সময় তিনি তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভ্যান ভর্তি ত্রাণের মাল নিয়ে ইউনিয়ন পরিষদে যান। কিন্তু সন্ত্রাসীরা ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়েও তাকে মারধর করে গুরুতর আহত করে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয় লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা মেম্বারকে প্রথমে ঝিকরগাছা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে ডাক্তাররা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।

No comments

close