যশোরে আরও ১১ জনের কোভিড-১৯ পজেটিভ - Jashore24.com

শিরোনাম

যশোরে আরও ১১ জনের কোভিড-১৯ পজেটিভ


যশোরে আরও ১১জনের কোভিড-১৯ পজেটিভ 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ ২৯ এপ্রিল, ২০২০ খ্রি. তারিখে যশোরের ৬৫টি নমুনা পরীক্ষা করে ১১টি নমুনায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তবে ঝিনাইদহের ৩৩টি, নড়াইলের ৬টি ও মাগুরার ৯টি নমুনা পরীক্ষা করে সবগুলোর ফলাফলই নেগেটিভ এসেছে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় যবিপ্রবির ল্যাবে মোট ১১৩টি নমুনা পরীক্ষার মধ্যে ১১টি পজিটিভ এবং ১০২টি নেগেটিভ ফলাফল এসেছে।


যশোরে গত কাল পযর্ন্ত করোনা রোগীর সংখ্যা ছিল ৪৪ জন । গত ২৪ ঘন্টায় যবিপ্রবিতে আরো ১১ জন করোনা পজিটিভ হয়। যশোরে করোনা রাগীর সংখ্যা দাড়ালো ৫৫ জন।

No comments

close