যশোর বাঘারপাড়ায় প্রথম করোনা রোগী শনাক্ত
![]() |
যশোর বাঘারপাড়ায় প্রথম করোনা রোগী শনাক্ত |
যশোরের বাঘারপাড়ায় এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই শিক্ষার্থীর বাড়ি উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়নের একটি গ্রামে। রোববার (২৬ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া আফরোজ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন ওই বাড়িটি পরিদর্শন করেছেন।
আক্রান্তের পরিবার সূত্রে জানা যায়, সে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালের মাস্টার্সের শিক্ষার্থী। মাগুরার শালিখা উপজেলার আদাডাঙ্গা এলাকার একটি জামে মসজিদের ঈমাম ছিলেন। গত ১ মাস আগে তিনি শালিখা থেকে নিজ বাড়িতে আসেন।
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম জানিয়েছেন, গত শনিবার সকালে জ্বর, সর্দি ও কাঁশি নিয়ে আক্রান্ত ওই শিক্ষার্থী মাগুরার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে পাঠায়। রোববার নমুনা পরীক্ষা শেষে তার করোনা পজিটিভ আসে। বর্তমান তাকে বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া আফরোজ বলেন, রোববার আক্রান্ত ওই শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন শেষে লকডাউন ঘোষনা করে তাকে ১৪ দিনের কোয়ারেন্টানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে ওই এলাকার আরো দু'টি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে।
তিনি (ইউএনও) আরো বলেন, লকডাউন ঘোষনা করা তিন পরিবারের ১৪ জনের নমুনা সংগ্রহ করে দ্রুত যবিপ্রবি ল্যাবে পাঠানোর জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানানো হয়েছে।
এদিকে রোববার দুপুর ১টার দিকে মাগুরার শালিখা উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে নির্বাহী অফিসার তানভীর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলার শালিখা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আদাডাঙ্গা এলাকাকে লকডাউন ঘোষনা করেছেন।
সূএ: ওয়ান নিউজ বিডি
No comments