ভারত থেকে ফিরল আরও ৫০ বাংলাদেশি, ফেরার অপেক্ষায় অনেকে
ভারত থেকে ফিরল আরও ৫০ বাংলাদেশি, ফেরার অপেক্ষায় অনেকে |
করোনাভাইরাসে ভারতে লকডাউন ঘোষণার পর কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্নস্থানে আটকেপড়া আরও ৫০ জন বাংলাদেশি পাসপোর্টযাত্রী বিশেষ ব্যবস্থায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।
বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত ছোট দলে ভাগ হয়ে তারা দেশে ফেরেন। এদের অধিকাংশই চিকিৎসার জন্য ভারত ভ্রমণে গিয়ে ভারত সরকার ঘোষিত লকডাউনের কবলে আটকাপড়ে দীর্ঘদীন ভারতে দুর্ভোগের মধ্যে পড়েন।
গত ৫ দিনে এ পর্যন্ত ২৮৩ জন বাংলাদেশে ফিরে এসেছে। আরও অনেক বাংলাদেশি পাসপোর্টযাত্রী বেনাপোল দিয়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছে। তবে বুধবার ভারত থেকে ফেরত আসা যাত্রীদের শরীরে স্বাভাবিক তাপমাত্রা পাওয়া যায়। গত তিনদিনে বেনাপোলে মোট ১৪৩ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া কাগজপুকুরে নব নির্মিত বেনাপোল পৌরসভার ট্রাক টার্মিনালকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের স্বাস্থ্য কেন্দ্রের ডা. জাহিদুল ইসলাম জানান, বুধবার দেশে ফেরা ৫০ বাংলাদেশি যাত্রীকে সতর্কতার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করে বেনাপোলে পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বলেন, ভারত থেকে ফেরত আসা ৫০ জন পাসপোর্টযাত্রীকে বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে তাদের নিজ বাড়িতে ফেরত পাঠানো হবে। সরকারিভাবেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তিদের সার্বিক নিরাপত্তা, খাদ্যসামগ্রীর ব্যবস্থাসহ নিয়মিত স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে।
সূএ: জাগো নিউজ
No comments