প্রথম দিনে ১৩ টি নমুনা দিয়ে যবিপ্রবিতে করোনা রোগীর শনাক্তের কাজ শুরু - Jashore24.com

শিরোনাম

প্রথম দিনে ১৩ টি নমুনা দিয়ে যবিপ্রবিতে করোনা রোগীর শনাক্তের কাজ শুরু

প্রথম দিনে ১৩ টি নমুনা দিয়ে যবিপ্রবিতে করোনা রোগীর শনাক্তের কাজ শুরু
প্রথম দিনে ১৩ টি নমুনা দিয়ে যবিপ্রবিতে করোনা রোগীর শনাক্তের কাজ শুরু 

প্রথম দিনে ১৩ টি নমুনা দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনা রোগীর শনাক্তের কাজ শুরু হয়েছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে শুরু হয় করোনা ভাইরাসের নমুনা পরীা। রাতে এসব নমুনা পরীক্ষার ফল পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের সহযোগী পরিচালক প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, দেশের এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপ সরকারের অনুমোদন সাপেে করোনার ভাইরাসের নমুনা পরীার কাজ শুক্রবার দুপুর থেকে শুরু হয়েছে। প্রথমদিন যশোর সিভিল সার্জন অফিস থেকে ১৩ টি নমুনা সরবরাহ করা হয়। দুপুর ১২ টার দিকে এ পরীক্ষার কাজ শুরু হয়েছে। সন্ধ্যা বা রাতেই এ পরীক্ষার ফলাফল পাওয়া যাবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, বৈশিক এই পরিস্থিতিতে আমরা এমন একটি উদ্যোগ নিতে পেরে গর্বিত। আজ থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলমান থাকবে।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, শুক্রবার যবিপ্রবি ল্যাবে ১৩টি নমুনা জমা দেয়া হয়। যশোরে করোনা সংক্রমন সন্দেহে থাকা কোয়ারেন্টাইন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বা আইসোলোশনে থাকা মানুষের শরীর থেকে এসব নমুনা নেয়া হয়েছে। সেই নমুনা দিয়ে দুপুর ১২টার পর পরীার কাজ শুরু করা হয়েছে। সন্ধ্যার পর রিপোর্ট সিভিল সার্জনে জানানো হবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ল্যাবে এখন থেকে করোনা সন্দেহের রোগীর নমুনা পরীা অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন জানান, এই বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ২০১৯ সালে সংগ্রহ করা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির পিসিআর মেশিন রয়েছে। একসাথে এখানে ৯৬ জনের পরীা সম্ভব। প্রতিদিন ২শ' করোনা রোগীর নমুনা এখানে পরীা সম্ভব বলে উপাচার্য জানান।

No comments

close