র্যাব ডিজির দায়িত্ব গ্রহণ করলেন আবদুল্লাহ আল মামুন
র্যাব ডিজির দায়িত্ব গ্রহণ করলেন আবদুল্লাহ আল মামুন |
সিআইডিপ্রধানের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন র্যাব মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার সকালে তিনি র্যাব সদর দপ্তরে এই দায়িত্বগ্রহণ করেন।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সুজয় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তার এই নতুন দায়িত্বের কথা জানানো হয়।
চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইলে। তিনি সিআইডি প্রধানের দায়িত্ব পালন করছিলেন। তার আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।
অপরদিকে আজ র্যাবের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা বেনজীর আহমেদকে পুলিশ মহাপরিদর্শকের ব্যাজ পরানো হয়েছে।
আবদুল্লাহ আল মামুন বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হলেন।
সদ্য বিদায়ী পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হয়েছেন বেনজীর আহমেদ।
তার ব্যাজ পরানোর এসময় গণভবনে আরও উপস্থিত ছিলেন-প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, সদ্য বিদায়ী পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে গত ৮ এপ্রিল রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বেনজীর আহমেদকে পুলিশের মহাপরিদর্শক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি এতদিন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সূএ: নিউজ টুুয়েন্টিফোর
No comments