বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২
![]() |
বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ |
বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুই জন। আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৬টায় শেরপুরের হামছায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শেরপর থানা পুলিশ পরিদর্শক (ওসি) হুমায়ন কবির জানিয়েছেন, সকালে হামছায়াপুর এলাকায় বগুড়াগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে সামনে থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক বাস যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত হয় তিনজন। তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরো একজনের মৃত্যু হয়। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
No comments