যশোরে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫ জন
গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিনোম সেন্টার সাত জেলা থেকে আগত ৬৫ নমুনার ১৩ টি করোনা পজিটিভ এসেছে। প্রাপ্ত ৬৫টি নমুনার মধ্যে যশোরে ৪ জন । তার আগে যশোরে প্রথমবারের মত একজন করেনা রোগী শনাক্ত হয়েছে। যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক স্বাস্থ্য সহকারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তার বয়স ৩৩ বছর। তিনি ইউনিয়ন পরিষদের ওয়ার্ডে গিয়ে শিশুদের টিকাদানের (আইপিই) কাজে নিয়োজিত ছিলেন। তিনি বর্তমানে অনেকটাই সুস্থ আছেন । করোনা আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মী বর্তমানে মনিরামপুর উপজেলায় তাঁর শ্বশুরবাড়িতে অবস্থান করছেন।
সম্পতি যে ৪ জন করোনা সনাক্ত হয়েছে জানা গেছে, যশোরে ৪ জনের মধ্যে সদর উপজেলার ১জন, শার্শা উপজেলায় ১ জন ও চৌগাছা উপজেলায় ২ জনের রিপোর্টে করোনায় পজিটিভ এসেছে ।
এ পর্যন্ত যশোরে ৫ জন করোনা রোগী শনাক্ত হল ।
যশোর জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও ইউ এন ও কে দায়িত্ব দিয়েছি তারা করোনা পজিটিভ রোগীকে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং তাদের কন্টাক্ট এরিয়া অর্থাৎ তারা কতদূর পর্যন্ত চলাফেরা করেছে সে সমস্ত এলাকা লোকডাউন করা হবে।
যশোরের চৌগাছা উপজেলায় এই প্রথম ২ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। দু'জনই উপজেলার চৌগাছা পৌরসভার বাসিন্দা। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বিউটি আক্তার ও গোলাম আজম আউট ডোরে নিজেদের জন্য চিকিৎিসা সেবা নিতে আসলে ডাক্তারদের সন্দেহ হয়। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুননাহার জানান, গতকাল মোট ৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিলো। আজ সকালে তাদের প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে দু'জনের পজেটিভ ও দু'জনের নেগেটিভ এসেছে। কিছুক্ষণের মধ্যেই আমি ডাক্তার পাঠাবো।
এ বিষয়ে পৌর মেয়র নুর উদ্দিন আল-মামুন হিমেল জানান, আমি সকালে ঘটনাটি শুনেছি। আমি খোজ খবর নিয়ে দেখছি। তারা কোথায় গিয়েছে আর কাদের সাথে চলাফেরা করেছে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই দুই ব্যক্তির বাড়িতে এসে তাদের হোম কোয়ারেন্টাইনে রেখেছেন।
যশোর জেলা চুড়ামনকাটিতে প্রথম করোনা রোগী সনাক্ত। তার নাম মেহেদী হাসান, গ্রাম উত্তরপাড়া। এরই মধ্যেই যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের চুড়ামনকাটি উত্তর পাড়া নক ডাউন করা হয়েছে।
No comments