আক্রান্তের শরীরে অসংখ্য কপি হয় করোনা ভাইরাস - Jashore24.com

শিরোনাম

আক্রান্তের শরীরে অসংখ্য কপি হয় করোনা ভাইরাস

আক্রান্তের শরীরে অসংখ্য কপি হয় করোনা ভাইরাস
আক্রান্তের শরীরে অসংখ্য কপি হয় করোনা ভাইরাস 

এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোন প্রতিষেধক বা ওষুধ নেই। তাই সংক্রমণ থেকে বাঁচতে শারীরিক দূরত্ব মেনে চলা ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এমন খাবার গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ, বলছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, শরীরের রোগ প্রতিরোধ শক্তির উপর নির্ভর করে এই ভাইরাস কার কতটা ক্ষতি করতে পারবে।

নভেল করোনা ভাইরাস বেঁচে থাকে মানুষের শরীরের ফিউরিন নামের প্রোটিনে। যা থাকে মানুষের শ্বাসতন্ত্রে এবং ফুসফুসে। চিকিৎসা বিজ্ঞানীদের মতে, এই ভাইরাস প্রথমে বাসা বাঁেধ মানুষের শ্বাসতন্ত্রে। পরে তা কোষের ভেতর ঢোকে। ফলে ধীরে ফুসফুস দুর্বল হয়, কার্যক্ষমতা হারায়। প্রভাব পড়ে হৃদপিন্ড, যকৃত, কিডনিতে। একটা ভাইরাস ঢুকলেও পরে অসংখ্য কপি হয়।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ নির্ভর করছে মানুষের সচেতনতার উপর। স্বাস্থ্যবিধি মেনে চলা সবচেয়ে জরুরী। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

তারা বলছেন, দেশে এখনো সংক্রমনের ধারা ফ্ল্যাট বা সমতল পর্যায়ে আছে। এটা কতদিন থাকবে তা এখনই বিশ্লেষণ করা সম্ভব নয় বলে মনে করছেন তারা।

সংক্রমণের পর তা কতদিন মানুষের শরীরে থাকবে তা নির্ভর করছে প্রত্যেকের রোগ প্রতিরোধ করার ক্ষমতার উপর, বলছেন বিশেষজ্ঞরা।

No comments

close