ঝিকরগাছায় ১৭ জনের নমুনা পরীক্ষায় করোনা মেলেনি - Jashore24.com

শিরোনাম

ঝিকরগাছায় ১৭ জনের নমুনা পরীক্ষায় করোনা মেলেনি

ঝিকরগাছায় ১৭ জনের নমুনা পরীক্ষায় করোনা মেলেনি
ঝিকরগাছায় ১৭ জনের নমুনা পরীক্ষায় করোনা মেলেনি 

যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৭ জনের করোনা সন্দেহে নমুনা পাঠানো হয়েছিল আইইসিডরে। তাদের সকলের ফলাফল পজেটিভ এসেছে। কোনো ব্যক্তির মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য লালবৃত্ত ও ফ্লু কর্ণার চালু করা হয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় মোটামোটি প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানিয়েছেন, ঝিকরগাছা থেকে ১৭ জনের করোনা সন্দেহে নমুনা পাঠানো হয়েছিল আইইসিডরে। তাদের কারও মধ্যে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। সেনাবাহিনীর তত্ত্বাবধানে গাজীর দরগাহ মাদরাসার ৫শ ব্যক্তিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রাখার জায়গা করা হয়েছে। সেখানে ২৪৯ জন কোয়ারেন্টাইনে ছিল। এর মধ্যে ৫৪ জনকে রেফার করা হয়েছে। এর আগে ২০১ জন বিদেশী নাগরিককে কোয়ারেন্টানে রাখা হয়েছিল। তাদের সকলের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ফলে তাদের সুস্থ অবস্থায় বাড়িতে পাঠানো হয়েছে। এ ছাড়া করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য ২০ টি আইসোলেশন বেড করা আছে। এর মধ্যে ৫ টি কেবিন ও ১৫ টি জেনারেল। 

তিনি আরো জানান, সামাজিক দুরত্ব বজার রাখার জন্য রোগীদের জন্য ৩ ফুট দুরত্বে গোলবৃত্ত দেয়া হয়েছে। সর্দি, জ্বর, কাশি ও গলাব্যাথা রোগীদের জন্য আলাদা ফ্লু কর্ণার করা হয়েছে। এ ছাড়া হাসপাতালে সকল রোগীদের সুবিধার জন্য এনসিডি কর্ণার, ইপিআই কর্ণার, এএনসি কর্ণার, আইএনসিআই কর্ণার, ইর্মাজেন্সি কর্ণার ও আউটডোর কর্ণার চালু রাখা হয়েছে।

সূএ: ডেলি স্পন্দন

No comments

close