৪৬টি জেলা পুরোপুরি লকডাউন - Jashore24.com

শিরোনাম

৪৬টি জেলা পুরোপুরি লকডাউন

৪৬টি জেলা পুরোপুরি লকডাউন
৪৬টি জেলা পুরোপুরি লকডাউন 

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নতুন জেলা ও এলাকা লকডাউন করছে প্রশাসন। এবার পুরোপুরি অবরুদ্ধ হলো যশোর। আজ (সোমবার) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই ঘোষণা দেয়া হয়েছে।

এনিয়ে ৪৬টি জেলা পুরোপুরি অবরুদ্ধ হলো। আংশিক অবরুদ্ধ আছে ১৪টি জেলা। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগকে পুরোপুরি অবরুদ্ধ করেছে প্রশাসন।

লকডাউন করা জেলা বা এলাকায় কাউকে ঢুকতে ও বের হতে দিচ্ছে না আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করা এবং মানুষকে ঘরে রাখতে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে রোববার থেকে রপ্তানিমুখী তৈরী পোশাক কারখানা খোলায় রাজধানীতে বেড়েছে মানুষের চলাচল। সকালে পোশাককর্মীদের দলবদ্ধ হয়ে কারখানায় যেতে দেখা যায়।

No comments

close