চিকিৎসক-নার্স-পুলিশ-সাংবাদিকদের পিপিই দিলো যশোর জেলা বিএনপি - Jashore24.com

শিরোনাম

চিকিৎসক-নার্স-পুলিশ-সাংবাদিকদের পিপিই দিলো যশোর জেলা বিএনপি

চিকিৎসক-নার্স-পুলিশ-সাংবাদিকদের পিপিই দিলো যশোর জেলা বিএনপি
চিকিৎসক-নার্স-পুলিশ-সাংবাদিকদের পিপিই দিলো যশোর জেলা বিএনপি

চিকিৎসক, নার্স, পুলিশ ও সাংবাদিকদের করোনা সংক্রমন থেকে সুরক্ষার জন্য আড়াইশো পিপিই দিয়েছে যশোর জেলা বিএনপি।

মঙ্গলবার (৭ এপ্রিল) যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সাংবাদিক নেতৃবৃেন্দর মাধ্যমে এসব পিপিই প্রদান করা হয়।


জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্ব বিএনপির একটি প্রতিনিধদল যশোর প্রথমে কালেক্টেরট ভবনে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। এসময় জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরীফের কাছে চিকিৎসক, নার্সদের সুরক্ষার জন্য ১০০ পিপিই দেয়া হয়। এরপর নেতৃবৃন্দ পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দীন শিকদারের কাছে পুলিশের জন্য ১০০ পিপিই প্রদান করেন।

সর্বশেষে প্রেসক্লাব যশোরে সাংবাদিক নেতৃবৃন্দের কাছে সাংবাদিকদের জন্য ৫০ পিস পিপিই হস্তান্তর করেন।

সূএ: ওয়ান নিউজ বিডি


আরো পড়ুন:

No comments

close