যুক্তরাষ্ট্রে আরও ১১৬৫ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে আরও ১১৬৫ জনের মৃত্যু |
নভেল করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় ১ হাজার ১'শ ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৬'শ ১৬ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৬'শ ৭৩ জন।
এছাড়া দেশটিতে নতুন করে আরও ২৫ হাজার ২৯ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। দেশটির একটি অঙ্গরাজ্য বাদে সব অঙ্গরাজ্যেই করোনায় মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। তবে সবচেয়ে বিপর্যস্ত জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্য।
নিউইয়র্কে গতকাল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৫৯৪ জন প্রাণ হারান। গভর্নর অ্যান্ড্রু কুমো রোববার করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ নিয়ে নিউইয়র্কে মৃতের সংখ্যা এখন ৪ হাজার ১৫৯।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১২ লাখ ৭৪ হাজার ১'শ ৯৯ জন। যুক্তরাষ্ট্রের পরপরই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্পেনে; ১ লাখ ৩১ হাজার ৬'শ ৪৬ জন। এছাড়া ইতালিতে আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ৯৪৮।
এছাড়া বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা এখন ৬৯ হাজার ১'শ ২৫ জন। সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে; ১৫ হাজার ৮'শ ৮৭। এরপর ১২ হাজার ৬'শ ৪১ মৃত্যু নিয়ে ইউরোপের আরেক দেশ স্পেনের অবস্থান দ্বিতীয়। তবে আড়াই লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
No comments