যবিপ্রবিতে ৯৫ নমুনার মধ্যে করোনা পজেটিভ ১২, যশোরে ৯ - Jashore24.com

শিরোনাম

যবিপ্রবিতে ৯৫ নমুনার মধ্যে করোনা পজেটিভ ১২, যশোরে ৯

যবিপ্রবিতে ৯৫ নমুনার মধ্যে করোনা পজেটিভ ১২, যশোরে ৯
যবিপ্রবিতে ৯৫ নমুনার মধ্যে করোনা পজেটিভ ১২, যশোরে ৯ 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ল্যাবে আরও ১২ জনের কোভিড-১৯ নভেল করোনাভাইরাসের জীবাণু মিলেছে। ২৪ ঘন্টার ৯৫ টি নমুনা পরীক্ষা করলে এই ফলাফল এসেছে। বিষয়টি নিশ্চিত করে জেনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানিয়েছেন,যশোরের ৪১জনের মধ্যে ৯জন, ঝিনাইদহের ২০ জনের মধ্যে ২জন ও নড়াইলের ২২টি নমুনার মধ্যে ১জনের শরীরে কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তবে আক্রান্তদের নাম পরিচয় প্রকাশ করতে রাজি হননি তিনি। জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও নাম পরিচয় এড়িয়ে যান। 

প্রসঙ্গত. যশোরে এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হলো মোট ১৫ জন। করোনার ভয়াবহ পরিস্থিতে যশোরাঞ্চলের মানুষ আতংকগ্রস্থ হয়ে পড়ছেন।

সূএ: ডেলি স্পন্দন

No comments

close