প্রিমিয়ার ফুটবল লিগ আয়োজনের প্রস্তাব বাফুফের - Jashore24.com

শিরোনাম

প্রিমিয়ার ফুটবল লিগ আয়োজনের প্রস্তাব বাফুফের

প্রিমিয়ার ফুটবল লিগ আয়োজনের প্রস্তাব বাফুফের 

করোনা ভাইরাসের প্রভাব থেকে মুক্ত হওয়ার পর বিদেশী খেলোয়াড় ছাড়া প্রিমিয়ার ফুটবল লিগ আয়োজনের প্রস্তাব করছেন বাফুফে'র সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। এতে করে খেলোয়াড়দের পাশাপাশি ক্লাবগুলোও আর্থিক দিকে লাভবান হতে পারবে বলে মনে করেন তিনি। 

করোনা ভাইরাসের কারণে দেশের সব খেলা বন্ধ। দীর্ঘ এই বিরতিতে বিপদে পড়েছে ঢাকার ক্লাবগুলো। পেশাদার ফুটবল বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর কয়েক রাউন্ড পরই বন্ধ করে দেয়া হয়েছে খেলা। খেলোয়াড়দের আবাসিক ক্যাম্প ছুটি দেয়া হলেও মৌসুমি চুক্তি থাকায় ক্লাবগুলোকে পারিশ্রমিক দিতে হবে। লিগ কবে শুরু হবে তার কোন নিশ্চয়তাও নেই। করোনা পরবর্তীকালে ক্লাবগুলোর আর্থিক ক্ষতি কমাতে বিদেশী খেলোয়াড় ছাড়াই লিগ শুরুর ব্যাপারে ভাবছেন বাফুফে'র সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। মুঠোফোনে তিনি জানান, এই প্রস্তাবে ক্লাব এবং খেলোয়াড় দু'পক্ষই উপকৃত হবে। 

এই প্রস্তাব নিয়ে প্রাথমিকভাবে বাফুফে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির সাথে কাজী নাবিল আলোচনা করেছেন। এই উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করেন দেশের শীর্ষ দুই ক্লাবের কোচ। 

শনিবার (২৫ এপ্রিল) এই প্রস্তাব নিয়ে বিপিএল খেলা ক্লাবগুলোর সাথে বৈঠক করার কথা রয়েছে বাফুফে'র।

সূএ: বৈশাখী অনলাইন

No comments

close