বেসরকারি হাসপাতালে রোগী দেখছেন না চিকিৎসকরা - Jashore24.com

শিরোনাম

বেসরকারি হাসপাতালে রোগী দেখছেন না চিকিৎসকরা

বেসরকারি হাসপাতালে রোগী দেখছেন না চিকিৎসকরা
বেসরকারি হাসপাতালে রোগী দেখছেন না চিকিৎসকরা

করোনা আতঙ্কে রাজধানীর বেশিরভাগ বেসরকারি হাসপাতালে রোগী দেখা বন্ধ করেছেন ডাক্তাররা। করোনার উপসর্গ না থাকলেও এসব হাসপাতালে এসে চিকিৎসা না পাওয়ার অভিযোগ সাধারণ রোগীদের। অনেকে হাসপাতালে ঘুরে বাড়ি ফিরে যাচ্ছেন। করোনা দুর্যোগকালে ডাক্তারদের এমন ভূমিকায় সমালোচনা হচ্ছে বিভিন্ন মহলে।

স্বামীর সাথে ডাক্তার দেখাতে রাজধানীর দায়াগঞ্জ ইবনে সিনা হাসপাতালে এসেছিলেন এক গর্ভবতী মা। কিন্তু পর দুই সপ্তাহ ঘুরেও কোন ডাক্তারের দেখা পাননি তিনি। আল্টাসনোগ্রাফ করিয়ে ডাক্তার না পেয়ে রিপোর্টও দেখাতে পারেননি।

রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে ছয় মাসের শিশুকে নিয়ে টিকা দিতে এসেছিলেন সাব্বির আহম্মেদ। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে করোনার কারণে টিকা কার্যক্রমও বন্ধ।

করোনা মহামারির এই সময়ে সাধারণ রোগের চিকিৎসা না পেয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে।

রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল ঘুরে দেখা গেছে, শুনশান নিরবতা। হাসপাতালে ভর্তি রোগী নেই বললেই চলে। জরুরি প্রয়োজনে যারা আসছেন, ডাক্তার না থাকায় তারাও চিকিৎসা পাচ্ছেন না। ডাক্তারদের প্রাইভেট চেম্বারও বন্ধ। ডাক্তারদের এমন ভূমিকার সমালোচনা করেন সাধারণ মানুষ।

No comments

close