মণিরামপুরে কাবিখার ৫৫৫ বস্তা চালসহ দু'জন আটক মামলার তদন্তে ডিবি - Jashore24.com

শিরোনাম

মণিরামপুরে কাবিখার ৫৫৫ বস্তা চালসহ দু'জন আটক মামলার তদন্তে ডিবি

মণিরামপুরে কাবিখার ৫৫৫ বস্তা চালসহ দু'জন আটক মামলার তদন্তে ডিবি
মণিরামপুরে কাবিখার ৫৫৫ বস্তা চালসহ দু'জন আটক মামলার তদন্তে ডিবি 

যশোরের মনিরামপুরে কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের ৫৫৫ বস্তা চালসহ দুজন আটকের মামলাটি বুধবার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা মণিরামপুর থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) সিকদার মতিয়ার রহমান।

গত ৪ এপ্রিল মনিরামপুর উপজেলার বিজয়পুরের ভাই রাইস মিল অ্যান্ড চাতাল থেকে কাবিখা প্রকল্পের ৫৫৫ বস্তা চাল উদ্ধার করে পুলিশ। এ সময় চাতাল মালিক আব্দুল্লাহ আল মামুন এবং ট্রাকচালক ফরিদ হাওলাদারকে আটক করা হয়। পরে পুলিশ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫-ডি ধারায় থানায় একটি মামলা করে। পরদিন মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর সিদকার মতিয়ার রহমান আটক দুজনকে আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। কিন্তু আদালতে তাদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর হয়। এরপর রিমান্ড শেষে ৭ এপ্রিল আসামিদেরকে আদালতে সোপর্দ করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা সিকদার মতিয়ার রহমান জানান, বুধবার তিনি এ মামলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ফলে এখন মামলাটি ডিবি পুলিশ তদন্ত করবে।

সূএ: ডেলি স্পন্দন

No comments

close