মণিরামপুরে কাবিখার ৫৫৫ বস্তা চালসহ দু'জন আটক মামলার তদন্তে ডিবি
![]() |
মণিরামপুরে কাবিখার ৫৫৫ বস্তা চালসহ দু'জন আটক মামলার তদন্তে ডিবি |
যশোরের মনিরামপুরে কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের ৫৫৫ বস্তা চালসহ দুজন আটকের মামলাটি বুধবার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা মণিরামপুর থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) সিকদার মতিয়ার রহমান।
গত ৪ এপ্রিল মনিরামপুর উপজেলার বিজয়পুরের ভাই রাইস মিল অ্যান্ড চাতাল থেকে কাবিখা প্রকল্পের ৫৫৫ বস্তা চাল উদ্ধার করে পুলিশ। এ সময় চাতাল মালিক আব্দুল্লাহ আল মামুন এবং ট্রাকচালক ফরিদ হাওলাদারকে আটক করা হয়। পরে পুলিশ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫-ডি ধারায় থানায় একটি মামলা করে। পরদিন মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর সিদকার মতিয়ার রহমান আটক দুজনকে আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। কিন্তু আদালতে তাদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর হয়। এরপর রিমান্ড শেষে ৭ এপ্রিল আসামিদেরকে আদালতে সোপর্দ করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা সিকদার মতিয়ার রহমান জানান, বুধবার তিনি এ মামলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ফলে এখন মামলাটি ডিবি পুলিশ তদন্ত করবে।
সূএ: ডেলি স্পন্দন
No comments