বর্ষীয়ান বলিউড অভিনেতা ঋষি কাপুর আর নেই
![]() |
বর্ষীয়ান বলিউড অভিনেতা ঋষি কাপুর আর নেই |
বলিউডের খ্যাতনামা অভিনেতা ঋষি কাপুর আর নেই। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ফেসবুক স্ট্যাটাসে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অমিতাভ বচ্চন।
আগেরদিন বুধবার (২৯ এপ্রিল) বলিউড হারিয়েছে আরেক খ্যাতনামা অভিনেতা ইরফান খানকে। এর পরদিনই এলো আরেক দুঃসংবাদ।
গুরুতর অসুস্থ হলে বুধবার (২৯ এপ্রিল) ভোরে ঋষি কাপুরকে মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।
২০১৮ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ঋষি কাপুর। ওই বছরই সেপ্টেম্বরে নিউইয়র্ক যান তিনি। গত বছরের সেপ্টেম্বরে দেশে ফেরেন বর্ষীয়ান এই বলিউড অভিনেতা।
ঋষি কাপুর একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা প্রযোজক এবং পরিচালক যিনি হিন্দি চলচ্চিত্রে কাজের জন্য সুপরিচিত। ১৯৭০ সালে তার পিতার চলচ্চিত্র মেরা নাম জোকারে শিশু শিল্পী হিসেবে অভিনয়ে আত্মপ্রকাশ করে জাতীয় চলচ্চিত্রে পুরস্কার জিতে নেন।
এরপর ববি চলচ্চিত্রে ডিম্পল কাপাডিয়ার সাথে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান এবং ১৯৭৪ সালে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। ১৯৭৩ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ৯২টি রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন যেখানে ৪১টি চলচ্চিত্রে সহ-তারকাদের সমন্বয় ছিল।
বাকি ৫১টি চলচ্চিত্রের মধ্যে মাত্র ১১টি চলচ্চিত্রে তিনি সফলতা পান। ১৯৭৩ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তার সহধর্মীনি নীতু সিংয়ের বিপরীতে মোট ১২টি চলচ্চিত্রে এক সাথে কাজ করেন।
Some of our favorites embody the almighty Cyberpunk City with 98.2% RTP, and also Mystic Elements, 777 Deluxe, and extra. However, it can possibly} turn out to be boring playing in} the same video games all over again, so we’ve singled out one of the best online slots and the sites to seek out|to search out} them on. While free slots are nice way|a good way|an effective way} to play only for enjoyable and to hone your skills before spending real cash, nothing quite compares to the thrill and pleasure of real money gambling. As you can to|you presumably can} see from the desk below, both real money and free video games include their very own advantages and drawbacks. This is the place you may find free spins 점보카지노 and jackpots and understanding your paylines means understanding your possibilities of successful.
ReplyDelete