পবিত্র শবে বরাত আজ, ঘরে বসে ইবাদতের আহবান
পবিত্র শবে বরাত আজ, ঘরে বসে ইবাদতের আহবান |
আজ পবিত্র শবে বরাত। আজ দিবাগত রাত ইসলাম ধর্মের বিশেষ তাৎপর্যময় রজনী। ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে মানবজাতির জন্য স্রষ্টার কল্যাণ কামনায় নফল ইবাদত ও বিশেষ দোয়া করেন। তবে এ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এক সঙ্কটময় সময় পার করছে ঘরবন্দি মানুষ। তাই ঘরে বসে ইবাদত করার অনুরোধ জানিয়েছেন সরকার ও আলেমগণ।
ইসলাম ধর্মমতে, হিজরি শাবান মাসের ১৫ তারিখে পবিত্র শবে বরাত। এ রাতে আল¬াহ সৃষ্টি জগতের সবার আগামী বছরের ভাগ্য নির্ধারণ করেন বলে বিশ্বাস করেন মুসলমানরা। এ কারণেই শবে বরাতকে ভাগ্য রজনীও বলা হয়ে থাকে।
এই রাতের বেশি ইবাদত করেন ধর্মপ্রান মুসলমানরা। তবে এ বছরের প্রেক্ষাপট একেবারে ভিন্ন। বিশ্বে করোনা মহামারির কারণে কাবাশরীফ থেকে শুরু করে দেশে মসজিদে যাওয়া বন্ধ মুসলি¬দের। সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী ঘরে বসে শবে বরাতের ইবাদত করার জন্য সবাইকে অনুরোধ করেছেন আলেমগণ।
করোনার দুর্যোগ থেকে মানবজাতির সুরক্ষা ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করার আহবান জানান এই ইসলামী চিন্তাবিদ।
No comments