পবিত্র শবে বরাত আজ, ঘরে বসে ইবাদতের আহবান - Jashore24.com

শিরোনাম

পবিত্র শবে বরাত আজ, ঘরে বসে ইবাদতের আহবান

পবিত্র শবে বরাত আজ, ঘরে বসে ইবাদতের আহবান
পবিত্র শবে বরাত আজ, ঘরে বসে ইবাদতের আহবান 

আজ পবিত্র শবে বরাত। আজ দিবাগত রাত ইসলাম ধর্মের বিশেষ তাৎপর্যময় রজনী। ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে মানবজাতির জন্য স্রষ্টার কল্যাণ কামনায় নফল ইবাদত ও বিশেষ দোয়া করেন। তবে এ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এক সঙ্কটময় সময় পার করছে ঘরবন্দি মানুষ। তাই ঘরে বসে ইবাদত করার অনুরোধ জানিয়েছেন সরকার ও আলেমগণ। 

ইসলাম ধর্মমতে, হিজরি শাবান মাসের ১৫ তারিখে পবিত্র শবে বরাত। এ রাতে আল¬াহ সৃষ্টি জগতের সবার আগামী বছরের ভাগ্য নির্ধারণ করেন বলে বিশ্বাস করেন মুসলমানরা। এ কারণেই শবে বরাতকে ভাগ্য রজনীও বলা হয়ে থাকে। 

এই রাতের বেশি ইবাদত করেন ধর্মপ্রান মুসলমানরা। তবে এ বছরের প্রেক্ষাপট একেবারে ভিন্ন। বিশ্বে করোনা মহামারির কারণে কাবাশরীফ থেকে শুরু করে দেশে মসজিদে যাওয়া বন্ধ মুসলি¬দের। সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী ঘরে বসে শবে বরাতের ইবাদত করার জন্য সবাইকে অনুরোধ করেছেন আলেমগণ। 

করোনার দুর্যোগ থেকে মানবজাতির সুরক্ষা ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করার আহবান জানান এই ইসলামী চিন্তাবিদ।


করোনা ভাইরাস ও দেশ, বিদেশের খবরা-খবর  জানতে আমাদের পেজে লাইক দিয়ে সক্রিয় থাকুন।

No comments

close