বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ৭৫ হাজার
বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ৭৫ হাজার |
করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭৫ হাজারে। আর আক্রান্ত ১৩ লাখ ৪৭ হাজার মানুষ।
ইতালি ও স্পেনের পর যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬৭ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে সাত বাংলাদেশিসহ ১২৫৫ জন। এনিয়ে, করোনায় ৯৩ জন বাংলাদেশির প্রাণ গেলো দেশটিতে।
এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থার অবনতি হয়েছে। তাকে আইসিউতে স্থানান্তর করা হয়েছে। জাপানের টোকিও, ওসাকাসহ সাতটি বড় শহরে জরুরী অবস্থা জারি করা হয়েছে। করোনা প্রতিরোধে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, তাবুক, দাহারানসহ পাঁচটি বড় শহরে চলছে ২৪ ঘন্টার কারফিউ।
অন্যদিকে, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অব্যহত থাকায় মাস্ক, ভেন্টিলেটর, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম রপ্তানি বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ভারত ও চীন।
করোনা সংকট মোকাবেলায় আগামী এক বছর বেতনের ৩০ শতাংশ প্রধানমন্ত্রীর তহবিলে প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সাংসদরা।
এদিকে, বিশ্বস্বাস্থ্য সংস্থা বলছে, শুধু মাস্কের ব্যবহার করোনা সংক্রমণ রোধ করতে পারবেনা। প্রতিটি করোনা আক্রান্ত রোগী পৃথকভাবে শনাক্ত, আইসোলেশন এবং চিকিৎসা করতে হবে। স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক বলেও জানিয়েছেন ডব্লিউএইচও মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিসুয়াস।
No comments