মণিরামপুরে দুলাভাই শ্যালকের করোনা শনাক্ত
![]() |
মণিরামপুরে দুলাভাই শ্যালকের করোনা শনাক্ত |
যশোরের মণিরামপুরে দুলাভাই-শ্যালকের করোনা শনাক্ত হয়েছেন। দুলাভাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্য কর্মী। তিনি করোনা শনাক্তের ১৪ দিন পর শ্যালকের করোনা শনাক্ত হয়।
বুধবার নমুনা সংগ্রহের পরদিন বৃহস্পতিবারের রিপোর্টে এ শনাক্তের বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শুভ্রা দেবনাথ নিশ্চিত করেছেন। তবে, দু'জনই স্বাভাবিক (সুস্থ) আছেন বলে তারা জানিয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, চলতি মাসের ২ তারিখ হতে এ হাসপাতালে করোনা নমুনা সংগ্রহের পর বৃহস্পতিবার পর্যন্ত ৩২ জনের করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩০ জন নেগেটিভ এবং দু'জনের রিপোর্টে পজেটিভ এসেছে।
করোন পজেটিভ স্বাস্থ্য কর্মী জানান, তিনি চলতি মাসের ৮ তারিখে তার নমুনা সংগ্রহের পরদিন শবেবরাতের দাওয়াতে ৬ মাসের শিশু সন্তানসহ সস্ত্রীক শ্বশুর বাড়িতে যান। ৪ দিন পর রিপোর্টে তিনি করোনা পজেটিভ বলে জানতে পারেন। এখনো তিনি সেখানেই আছেন। গত ২২ এপ্রিল বুধবার দ্বিতীয়বারের মতো তার নমুনা সংগ্রহ করা হলে ফের তিনি করোনায় আক্রান্ত বলে জানানো হয়েছে। একই সাথে শ্বশুরবাড়ির সবার নমুনা সংগ্রহ করা হয়। এতে মাদরসায় ৯ম শ্রেণিতে পড়–য়া তার শ্যালক করোনা আক্রান্ত বলে রিপোর্টে উল্লেখ করা হয়।
স্বাস্থ্য কর্মকর্তা শুভ্রাদেবনাথ জানান, করোন পজেটিভ স্বাস্থ্য কর্মীর প্রথম নমুনা সংগ্রহের ১৪ দিন পর পুনরায় নমুনা রিপোর্টে তার পজেটিভ এসেছে।
সূএ: ডেলি স্পন্দন
No comments