চৌগাছায় ২ জন করোনা রোগী শনাক্ত
![]() |
চৌগাছায় ২ জন করোনা রোগী শনাক্ত |
যশোরের চৌগাছা উপজেলায় এই প্রথম ২ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। দু'জনই উপজেলার চৌগাছা পৌরসভার বাসিন্দা। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বিউটি আক্তার ও গোলাম আজম আউট ডোরে নিজেদের জন্য চিকিৎিসা সেবা নিতে আসলে ডাক্তারদের সন্দেহ হয়। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুননাহার জানান, গতকাল মোট ৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিলো। আজ সকালে তাদের প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে দু'জনের পজেটিভ ও দু'জনের নেগেটিভ এসেছে। কিছুক্ষণের মধ্যেই আমি ডাক্তার পাঠাবো।
এ বিষয়ে পৌর মেয়র নুর উদ্দিন আল-মামুন হিমেল জানান, আমি সকালে ঘটনাটি শুনেছি। আমি খোজ খবর নিয়ে দেখছি। তারা কোথায় গিয়েছে আর কাদের সাথে চলাফেরা করেছে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই দুই ব্যক্তির বাড়িতে এসে তাদের হোম কোয়ারেন্টাইনে রেখেছেন।
সূএ: দেশ দর্পণ
No comments