যশোর হাসপাতালে এক্সরে, ইসিজি, থার্মাল স্ক্যানার দিলেন শাহিন চাকলাদার
রোগীদের জন্য যশোর জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে একটি অত্যাধুনিক বহনযোগ্য এক্সরে মেশিন, একটি ইসিজি ও থার্মাল স্ক্যানার প্রদান করেছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। বৃহস্পতিবার দুপুরে তিনি এগুলো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এসব চিকিৎসা সরঞ্জামের মূল্য প্রায় ৮ লাখ টাকা।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন বলেন, করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের জন্য এই সরঞ্জামগুলোর খুব দরকার ছিল। এগুলো পাওয়ায় করোনা রোগীদের চিকিৎসা দিতে এখন অনেক সুবিধা হবে।
শাহিন চাকলাদার বলেন, পৃথিবীজুড়ে চলা করোনা মহামারিতে বাংলাদেশ সরকার তার নাগরিকদের সুরক্ষা দিতে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই প্রচেষ্টায় সামিল হয়ে আমি নিজ উদ্যোগেই ব্যক্তিগত তহবিল থেকে এই চিকিৎসা সরঞ্জামগুলো যশোর জেনারেল হাসপাতালে দিয়েছি। এর আগে আমি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নিয়েছিলাম যে তাদের কী ধরণের সরঞ্জাম দরকার। সে অনুযায়ীই আমি এসব সরঞ্জাম সংগ্রহ করেছি।
সরঞ্জামগুলো হস্তান্তরের সময় শাহীন চাকলাদার ছাড়াও যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলিপ কুমার রায়, সিভিল সার্জন ডা. আবু শাহিন উপস্থিত ছিলেন।
No comments