যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু |
মৃত শিশু ফারজানার বাবা ফজর আলী বাংলানিউজকে বলেন, বেলা ১১টার দিকে ফারজানাকে বাড়ির পার্শ্ববর্তী তার বোনের দোকানে রেখে পুকুরে কাপড় পরিষ্কার যায় তার মা। পরে খেলতে ফারজানা ওই পুকুরে পড়ে যায়। পরে দোকানে ফারজানাকে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। এরই মধ্যে ওই পুকুরের পানিতে ভাসতে দেখা যায় ফারজানাকে৷ তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে৷ তবে দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহম্মেদ তারেক শামস ফারজানাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফজর আলী দু'টি সন্তানের মধ্যে বড় সন্তান বছর দুয়েক আগে মারা যায়, ফলে ছোট সন্তান ফারজানা মা-বাবার একমাত্র অবলম্বন ছিলো। তবে তারও অকাল মৃত্যুতে ফজর আলী ও তার স্ত্রী শোকে মুহ্যমান হয়ে নিস্তবদ্ধ হয়ে গেছেন। তাদের কষ্টে কাঁদছে প্রতিবেশীরাও।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান বাংলানিউজকে বলেন, এ মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে৷ পরিবারের কারোর কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মরদেহ বিনা ময়না তদন্তে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
No comments