যশোরে আরএফএল'র বেষ্ট বাই শোরুমকে ৫০ হাজার টাকা জরিমানা - Jashore24.com

শিরোনাম

যশোরে আরএফএল'র বেষ্ট বাই শোরুমকে ৫০ হাজার টাকা জরিমানা

যশোরে আরএফএল'র বেষ্ট বাই শোরুমকে ৫০ হাজার টাকা জরিমানা 

ভ্রাম্যমাণ আদালত রোববার সকাল ১১টার দিকে যশোর শহরের বড়বাজার এলাকার সোনাপট্রিতে অভিযান চালিয়েছে। সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত বেষ্ট বাই আর এফ এল এর শাখায় ম্যানেজার সাব্বির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

অভিযান শেষে মুটো ফোনে সহকারী কমিশনার ( ভূমি) জাকির হোসেন বলেন, তার নেতৃৃৃত্বে করোনার সংক্রমণের হাত থেকে সকলকে বাঁচানোর জন্য এ অভিযান চালানো হয়েছে।

অনুমোদন বিহীন যে সমস্ত দোকান রয়েছে। যা মানুষের নিত্য প্রয়োজনীয় নয় এমন ব্যবসা প্রতিষ্ঠান বেষ্ট বাই আর এফ এল এর বাজার শাখার সোনাপট্টি খোলা থাকায় সংক্রমন প্রতিরোধ নিরাময় আইন ২০১৮ সালের ২৫/২ ধারায় ম্যানেজার সাব্বির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সূএ: ওয়ান নিউজ বিডি

No comments

close