২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে আরো ১৭ বাংলাদেশির মৃত্যু - Jashore24.com

শিরোনাম

২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে আরো ১৭ বাংলাদেশির মৃত্যু


যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে ৫২ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে নিউইয়র্কেই মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৭ জনে।

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার থেকে বুধবার(০১ এপ্রিল) যে ১৭ জনের মৃত্যু হয়েছে তাদের নাম জানা যায়নি। গত দুইদিনেই দেশটিতে ২২ বাংলাদেশি মৃত্যুর ঘটনা ঘটলো। এর মধ্যে মঙ্গলবার মারা গেছে পাঁচজন।

তবে নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক দর্পন কবীর গত বুধবার তার ফেসবুক পেইজে জানিয়েছেন, বুধবার (০১ এপ্রিল) পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় ১৩ দিনে ৫০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (০১ এপ্রিল) একদিনেই ১২ বাংলাদেশিসহ যুক্তরাষ্ট্রে ১ হাজার ৪৯ জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। আক্রান্ত হয়েছেন একদিনে সাড়ে ২৬ হাজার।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বাংলাদেশি মৃত্যুর ঘটনা ঘটেছে নিউইয়র্কে। মঙ্গলবার যে পাঁচজন মারা গেছে তাদের মধ্যে চারজন নিউইয়র্কে এবং একজন নিউজার্সিতে। এর আগের দিন সোমবার যুক্তরাষ্ট্রে যে ৭ বাংলাদেশি মারা গেছে তাদের মধ্যে পাঁচজন নিউইয়র্কের এবং একজন করে নিউজার্সি ও মিশিগানে মারা যায়।

করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট ২ লাখ ১৫ হাজার তিন'শ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের ৫ হাজার এক'শ ১০ জন মারা গেছে। মৃত্যু এবং আক্রান্তের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে নিউইয়র্কে। সেখানেসর্ব মোট ৮৩ হাজার ৯০০ জনের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মারা গেছে দুই হাজার দুই'শ ১৯ জন। মৃতদের মধ্যে ৫৩ জন বাংলাদেশি।

No comments

close