মৃতদেহ দাফন ও সৎকার কর্মীদের মাঝে যশোরে স্বেচ্ছাসেবক দলের পিপিই বিতরণ
![]() |
মৃতদেহ দাফন ও সৎকার কর্মীদের মাঝে যশোরে স্বেচ্ছাসেবক দলের পিপিই বিতরণ |
যশোর শহরের বিভিন্ন কবরস্থান ও শ্মশাণে মৃতদেহ দাফন ও সৎকারের কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের মাঝে ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (পিপিই) বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
শনিবার শহরের ঘোপ, কারবালা, বেজপাড়া, বারান্দীপাড়া, বগচর হুশতলা ও চাঁচডা ডালমিল এলকার কবরস্থান গুলোতে মৃতদেহ দাফনের কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের মাঝে পিপিই বিতরণ করেছেন। পরে তারা শহরতলীর নীলগঞ্জ শ্মশাণে মৃতদেহ সৎকারের কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের কাছেও পিপিই হস্তান্তর করেন।
সংগঠনের সভাপতি রবিউল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উৎসাহে ও কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় এই কর্মসূচী। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় পিপিই বিতরণ করা হয়েছে।
সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল বলেন, সারা দেশে করোনা সংক্রমনের পর, অন্য সবার মত দাফন ও সৎকারের কাজে নিয়োজিতরাও অত্যাধিক নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। ফলে স্বেচ্ছাসেবীদের অনেকেই এই ধরনের মানবিক কাজে আগ্রহ হারাচ্ছিলেন। স্বেচ্ছাসেবক দলের এই উদ্যোগের কারণে একদিকে যেমন করোনা আক্রান্ত রোগীর মৃতদেহ থেকে সংক্রমণের ঝুঁকি কমবে। অপরদিকে স্বেচ্ছাসেবীরাও নিরাপদ বোধ করবেন এবং মৃত ব্যক্তির নিকটজনেরা অহেতুক বিড়ম্বনার হাত থেকে রক্ষা পাবেন।
স্বেচ্ছাসেবক দলের আজকের এই ব্যতিক্রমী করেমসূচীতে আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, সহ-সভাপতি মাহামুদ হাসান চুন্নু, বাবর আলী বাবু, সাইদ হোসেন হীরা, যুগ্ম-সম্পাদক রাজু আহম্মেদ, আসলাম শেখ, দপ্তর সম্পাদক সাইফুল বাশার সুজন, প্রচার সম্পাদক ইমরান হোসেন বনি ও নাট্যকলা সম্পাদক সাইদুর রহমান।
সূএ: ওয়ান নিউজ বিডি
No comments