অভয়নগরে দাদার পর নাতির করোনা জয় - Jashore24.com

শিরোনাম

অভয়নগরে দাদার পর নাতির করোনা জয়

 অভয়নগরে দাদার পর নাতির করোনা জয়
 অভয়নগরে দাদার পর নাতির করোনা জয় 
যশোরের অভয়নগরে করোনাভাইরাসে আক্রান্ত সেই বৃদ্ধের নাতি করোনা জয় করে বাড়ি ফিরেছেন। রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে ১৩ বছর বয়সি নাতিকে তাঁর পরিবারের কাছে পৌঁছে দেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ৫ মে মঙ্গলবার উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের ওই শিশুর নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার তাঁর শরীরে করোনাভাইরাস পজিটিভ ধরাপড়ে। এরপর থেকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মাহামুদুর রহমান রিজভী বলেন, অভয়নগরে প্রথম করোনা আক্রান্ত রোগী ৭০ বছরের বৃদ্ধ করোনা জয় করে বাড়িতে আছেন। আজ রবিবার সকালে তাঁর নাতির নমুনায় করোনা নেগেটিভ পাওয়া গেলে দুপুরে তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে বাড়িতে পৌঁছে দেয়া হয়।

সূত্র: দৈনিক নওয়াপাড়া

No comments

close