করোনায় প্রাণ গেল আরো এক পুলিশের
করোনায় প্রাণ গেল আরো এক পুলিশের |
করোনাভাইরাসের সময় দায়িত্ব পালনকালে আক্রান্ত হয়ে প্রাণ দিলেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন পুলিশের নয় সদস্য।
আজ (সোমবার) সকাল ৮ টা ৫০ মিনিটে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশলাইন্স হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
এদিকে ডিএমপি সূত্রে জানা যায়, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে রোববার (১৭ মে) পর্যন্ত ঢাকা মহানগর পুলিশেই করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৫ জন পুলিশ সদস্য। আর সারাদেশ মিলে এই সংখ্যা ২ হাজার ৫৫৭।
করোনায় সুস্থ হয়ে ফিরেছেন আরও ৪৬ পুলিশ সদস্য। তারা সুস্থ হয়ে রোববার বিকেলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন করোনা আক্রান্ত দুই শতাধিক পুলিশ সদস্য।আর করোনায় মারা গেলেন মোট নয় পুলিশ সদস্য।
No comments