চৌগাছায় সড়ক দুর্ঘটনায় বাবা নিহত ও ছেলে আহত হয়েছেন। - Jashore24.com

শিরোনাম

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় বাবা নিহত ও ছেলে আহত হয়েছেন।

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় বাবা নিহত ও ছেলে আহত হয়েছেন।
চৌগাছায় সড়ক দুর্ঘটনায় বাবা নিহত ও ছেলে আহত হয়েছেন। 

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চৌগাছা-ঝিকরগাছা সড়কের মুলিখালি বটতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দুঘর্টনায় নিহত মজেহার মল্লিক (৫২) উপজেলার লস্করপুর গ্রামের বাসিন্দা। আহত ময়না (৩২) তার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাঠের কাজ শেষে মজেহার মল্লিক ও তার ছেলে ময়না বাইসাইকেলে চে‌পে একসঙ্গে লস্করপুর গ্রামের বা‌ড়ি ফিরছিলেন। ওই সময় ঝিকরগাছার দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাদেরকে সামনে থেকে আঘাত করে। এতে মাজেহার মল্লিক নিহত হন। গুরুতর আহত হন ময়না।

স্থানীয়রা দ্রুত ময়নাকে চৌগাছা হাসপাতালে নিয়ে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে ডাক্তাররা জানিয়েছেন।

এ সংবাদ লেখা পর্যন্ত নিহত মজেহার মল্লিকের মৃতদেহ বাড়িতে রাখা ছিল।

চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই বিপ্লব রায় দুর্ঘটনায় বাবা-ছেলের হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র: সূবর্ণভূমি

No comments

close